০১।
অনেকদিন পরে লিখতে বসেছি। অবাক হয়ে খেয়াল করলাম শেষ লিখেছিলাম প্রায় ৫০ দিন আগে। খুব দ্রুত চলে গেল সময়টা। মাঝে মাঝে মনে হয় জীবনটা খুব ছোট। তিন ভাগের এক ভাগ সময় তো ঘুমিয়েই কাটাই। আর কীইবা বাকি থাকলো, তাহলে?
০২।
তারপর ও এই অল্প সময়েই তো কত্ত কত্ত ঘটনা ঘটে যায়। বাংলাদেশ থেকে ঘুরে আসার পরে জানুয়ারী মাসের প্রথম দুটো সপ্তাহ খুব অস্থিরতার ভিতর দিয়ে গিয়েছিলাম। পড়াশোনার ব্যস্ততা আর অন্য কোন এক কারণে সেই অস্থিরতা কেটে যায় একসময়। খুব ভালো কিছু সময় যায় মাঝে। সেই সাথে সাথে বিদঘুটে পড়াশোনা জিনিসটাও আছে। আর এখন?
০৩।
আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমি যখন বেশ স্থির থাকি তখন লিখতে ইচ্ছে হয় না। তাই আমার লেখাগুলো ঐ অস্থির সময়গুলোই ধরে রাখে মনে হয়। অবশ্য এটাও মন্দ নয়। মানসিক অবস্থার ক্ষণে ক্ষণে পরিবর্তনটা তো এই সময়ই সবচেয়ে বেশি হয়। সময়টা তোলা থাকুক এখানে।
০৪।
আজ এখানে আবহাওয়া বেশ চমৎকার। বাতাস আছে, তবে তা খুবই মিহি বাতাস। শরীর জুড়িয়ে দেয়। আজ রাতে খাওয়ার পরে হেঁটে আসলাম বেশ অনেকদূর। ভালো লাগলো।
০৫।
এখন আর লিখব না।
Storm's End PR
৫ বছর আগে
৬টি মন্তব্য:
প্রফেসর শঙ্কুর ডাইরির মত লাগল একদম!
অনেকদিন পরে লিখলেন ... আমি কিন্তু মাঝে মধ্যেই ঘুরে যাই কিছু লিখলেন কীনা দেখার জন্য :)
এ্যাডায় নিলাম ।
apnar sthirota manay na. douran mia.
sorry, bangla likhte parlam na, office e avro nai :(
/
vondo :)
প্রায় দুইমাস পর আসলাম নিজের জায়গায়। ভুলেই গেছিলাম আমার একখান ব্লগ আছে।
ধন্যবাদ শাহান, ঘুইরা যাওয়ার জন্য।
হাসিব ভাই, থ্যাংকু।
ভণ্ড, হেহে ... শেয়ার বাজারের খবর-টবর দাও কিছু।
আপনার ব্লগ পড়ে ভালো লাগলো
ধন্যবাদ অচিন ঘুরে যাওয়ার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন